বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

লোহাগড়ায় করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪২

নড়াইল প্রতিনিধি:: নড়াইলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪২জন আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নড়াইল সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১জন এবং লোহাগড়া উপজেলায় ২জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নড়াইলের লোহাগড়ায় উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মঈনউদ্দীনের স্ত্রী রীনা পারভীন (৫৫), বাতাশি গ্রামের হামিদা বেগম (৫০)’র মৃত্যু হয়েছে। নড়াইল সদর উপজেলার বড়গাতী গ্রামের খাদিজা বেগম। এ সময় আরও ৪২জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩৫জন সদরে এবং লোহাগড়ায় ৭জন আক্রান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com