বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি::

নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা বদর খন্দকার হত্যার ঘটনায় অসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে এলাকাবাসীর উদ্দ্যেগে টি চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-কালনা সড়কে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান নজরুল শিকদার সমর্থিত লোকজনদের সাথে বদর খন্দকার সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ২৪ ফেব্রুয়ারী বিকালে বদর খন্দকারকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যূ হয়। ২৫ ফেব্রুয়ারী নিহতের স্ত্রী নাজমিন বেগম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও ৩/৪ জন অজ্ঞাত করে মামলা দায়ের করেন।

মামলায় এজাহারভূক্ত একমাত্র আসামী মতিউর রহমান মুন্না গ্রেফতার হয়েছেন। বাকি আসামীরা পলাতক রয়েছে। পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মঙ্গলবার (১০ মার্চ) এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী নাজমিন বেগম, শিশু সন্তান সাঈদ খন্দকার, বড় ভাই বাবর খন্দকার, লোহাগড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা, বদর হত্যা মামলার এজাহারভূক্ত আসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com