শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

লোহাগড়ায় আগুনে প্রাণ গেল পাঁচটি গরু’র

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউপি’র বারইপাড়া গ্রামে আগুনে ৫টি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামের বজলার কাজীর গোয়াল ঘরে পরিবারের সদস্যরা সন্ধ্যায় খড়কুটো জ্বালিয়ে ধোঁয়া দেয়। ওই ধোঁয়ার সৃষ্ট আগুন থেকে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন দেখতে পেয়ে ছুটে এসে আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। কিন্তু তার আগেই আগুনে গোয়াল ঘরে থাকা ৩টি গাভী গরু ও ২টি বাছুর পুড়ে মারা যায়। বজলার কাজী বলেন, ‘গোয়াল ঘরসহ ৫টি গরু পুড়ে মারা যাওয়ায় তার ৫লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে।’

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com