শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:০১ অপরাহ্ন

লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি::

নড়াইল লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের মহিলা সদস্য জোহরা বেগম।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদ সম্মেলন করেন উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সংরক্ষিত (৩,৪,৫ও৬)’র মহিলা সদস্য জোহরা বেগম।

লিখিত বক্তব্যে বলেন, বর্তমান উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নিনা বেগম আমাকে সমস্ত উন্নয়নমূলক কার্যক্রম থেকে বাদ রেখে আমাকে কোনো বরাদ্দ দেওয়া হয় না। সরকারি নীতিমালা অনুযায়ী আমার ভাগের অংশের ভি,জি,ডি কার্ড, প্রকল্পের কাজ ও টাকা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা থেকে আমি বঞ্চিত। এখন শীত বস্ত্র চেয়ারম্যান টাকার বিনিময়ে অন্যান্য লোকদের মাধ্যমে গোপনে বিক্রি করিয়া দিতেছে। ভি,জি,ডি কার্ডের প্রতি জনের ৫ হাজার টাকা পাওয়া থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। গত ২ মাস পূর্বে যাদের বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা হয়েছে তাদের প্রত্যেকের ভাতা পাওয়ার জন্য ব্যাংকে হিসাব খোলা বাবদ ১২০০ টাকা নিয়েছে। আমি চেয়ারম্যানের এ সব জঘন্যতম কার্যকলাপের প্রতিবাদ করলে আমাকে ডেকে ইউপি চেয়ারম্যান গোপন কক্ষে আটক রাখে মাস্তন দিয়ে অপমান করে। এ,ডি,বি’র বরাদ্দকৃত ১৬০টি রিং স্লাপের এর কাজ করিয়া চেয়ারম্যান টাকা আত্মসাৎ করেছে। আমাকে চেয়ারম্যানের কোন মিটিংয়ে ডাকা হয় না। আমি আমার সংরক্ষিত আসনের ওয়ার্ড সমূহের জনগণকে পাওনা বিষয়াদি দিতে পারি না বিধায় আমার ওয়ার্ড সমূহের জনগণ আমার উপর ক্ষুদ্ধ। চেয়ারম্যান আমার ব্যক্তিগত সম্মানীভাতা ইউনিয়ন পরিষদ থেকে আমাকে দেওয়া হয় না। আমার ওয়ার্ডের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানের জঘন্যতম কার্যকলাপের সঠিক তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগি মহিলা সদস্য জোহরা বেগম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com