শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

লোহাগড়ায় শ্রমিক দলের আহবায়কসহ গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির অঙ্গসংগঠনের জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়কসহ দু’জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে নাশকতার মামলায় আটক দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার নলদী এলাকা থেকে মো: সাইদুজ্জামান আমল (৪৬) ও লোহাগড়া শহরের কচুয়াবাড়ী থেকে মো: ইব্রাহিম শেখ(২৩)কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ সাইদুজ্জামান আমল উপজেলার নলদী এলাকার মৃত সামসু মোল্লার ছেলে। তিনি নড়াইল জেলা শ্রমিক দলের আহবায়ক এবং মোঃ ইব্রাহিম শেখ লোহাগড়া পৌর শহরের কচুয়াবাড়ী এলাকার হান্নান শেখের ছেলে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত দুই নেতাকে নাশকতার মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com