বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

লোহাগড়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোয়াগড়ায় সাজাপ্রাপ্ত দুজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টায় এসআই রবিউল ইসলাম, এএসআই সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সকালে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।

আসামিরা হলো- এনআই এ্যাক্টের মামলায় ০৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ রিশাদ মোল্লা এবং এনআই এ্যাক্টের অপর এক মামলায় ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা প্রাপ্ত আসামি মোছাঃ রাজিয়া বেগমকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। আসামি মোঃ রিশাদ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামের মোঃ শুকুর মোল্লার ছেলে। গ্রেফতারকৃত অপর আসামি মোছাঃ রাজিয়া বেগম লোহাগড়া থানার শালনগর ইউনিয়নের পারশালনগর গ্রামের আইয়ুব মোল্লার স্ত্রী।

আব্দুল আল মামুন জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com