মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাফিক পুলিশের অভিযানে লাইসেন্সবিহীন ১০টি যানবাহন আটকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নড়াইল-কালনা মহাসড়কের মোল্লার মাঠ এলাকায় এ অভিযান চালায় ট্রাফিক পুলিশ লোহাগড়া জোন।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পুলিশ সুপার এর নির্দেশে ও নড়াইল ট্রাফিক পুলিশের লোহাগড়া জোন এর পরিদর্শক (টিআই) ফারুক আল মামুন ভুঁইয়ার নেতৃত্বে ট্রাফিক পুলিশের (টিএসআই) লিপিকা, ইমরান এবং (এটিএসআই) রফিকুসহ অন্যন্য সদস্যরা সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল-কালনা মহাসড়কের লোহাগড়া মোল্লার মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় লাইসেন্সবিহীন ১০টি যানবাহন আটক ও নিয়ম না মেনে গাড়ি চালানোয় ২টি মামলা দেয়া হয়েছে।
এ ব্যাপারে নড়াইল ট্রাফিক পুলিশের লোহাগড়া জোন এর পরিদর্শক (টিআই) ফারুক আল মামুন ভুঁইয়া জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ বদ্ধপরিকর। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমিসহ আমার অন্যন্যা অফিসার ও সদস্যরা অভিযান পরিচালনা করে ১০টি যানবাহন আটক ও ২টি মামলা দায়ের করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।