বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

বুধবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়।

পরে মাদামস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার আকতার হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সমন্বয়ক আরমান হোসেনসহ জেলা মুুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, দোয়া ও পুস্পার্ঘ্য অর্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ দিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জেলা ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন পরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ যোহর জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com