রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

রোহিঙ্গাদের জন্য ১ কোটি ১২ লাখ ডলার সহায়তায় দেবে যুক্তরাজ্য-কাতার

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:: কক্সবাজারে থাকা ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১ কোটি ১২ লাখ (১১.২ মিলিয়ন) মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শিবিরের ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে এই তহবিল ব্যবহার করা হবে। গত কয়েক বছরে জ্বালানি কাঠের উচ্চ চাহিদার কারণে আশপাশের এলাকায় ব্যাপক বন উজাড়ের ঘটনা ঘটেছে। বিশেষ করে ক্যাম্পে এলপিজি সরবরাহ বাড়ানো হবে, যাতে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমে এবং আশপাশের বন উজাড় রোধ করা যায়।

দুই দেশ জানিয়েছে, তারা একসঙ্গে কক্সবাজারে আরও নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের পালিয়ে আসার পর থেকে কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে রয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com