বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
রাবি প্রতিনিধি॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অগ্রণী স্কুল এন্ড কলেজের পাশে এ ঘটনা ঘটে। নিহত বাস চালকের নাম আব্দুস সালাম।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কর্মসময় শেষ করে বাসার উদ্দেশ্যে কর্মকর্তা-কর্মাচারীদের কোয়ার্টারের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় অগ্রণী স্কুল এন্ড কলেজের পাশে আসার সাথে সাথে বেশ কিছু দূর্বৃত্তরা পাশ থেকে এসে তাকে রড, হাসুয়া দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় রুয়েটের কর্মচারীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি ফোন রিসিভ করেননি।