বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

রুয়েটে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের স্মারকলিপি

রাবি প্রতিনিধি:
ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ আব্দুল হামিদ’ আবাসিক হলে হামলার ঘটনায় নিরাপত্তা চেয়ে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার ভিসির হাতে এ স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, ‘একদল সশস্ত্র সন্ত্রাসী আবাসিক শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী হামলা চালায় এবং ৮শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকরীরা হলের বিভিন্ন রুম ভাংচুর ও লুটতরাজ চালিয়ে ৩৪টি ল্যাপটপ, ৩০টি মোবাইল, ৫টি ডিএসএলআর ক্যামেরা, ইলেকট্রিক গ্যাজেট ও নগদ টাকাসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। এমতাবস্থায় আমরা সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা সংকটে ভুগছি। ক্যাম্পাসে নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশ নেয়াও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’
স্মারকলিপিতে নিরাপত্তার দাবিতে ৫ দফা দাবি জানান শিক্ষার্থীরা। এগুলো হল- সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার পরিবেশ ফিরিযে আনা, হলের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা, লুটপাট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া, সশন্ত্র হামলাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও ক্যাম্পাসে বহিরাগতদের অনাকাঙ্খিত উপস্থিতি কঠোর হাতে দমন করা।
উল্লেখ্য, রুয়েটে ৮মার্চ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ঐ দিন গভীর রাতে রুয়েট ছাত্রলীগের কমিটি স্থগিত করে সোহাগ-জাকিরের কেন্দ্রীয় কমিটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com