রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বাগোয়ানে উঠান বৈঠক

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বাগোয়ানে উঠান বৈঠক

চট্টগ্রাম প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাউজান উপজেলার ১৪নং বাগোয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন মোছাফ্ফা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপি নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম, চট্টগ্রাম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মফিজ উদ্দিন ইমন, সাবেক ইউপি সদস্য হানিফ মেম্বার, সাবেক ইউপি সদস্য মাহবুব আলম, ইউনিয়ন বিএনপি নেতা এম ইয়াকুব আলী, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাজু, বিএনপি নেতা নুরুল ইসলাম, নুরনবী, ইলিয়াস তালুকদার, সাহাবউদ্দিন তালুকদার, কাইয়ুম তালুকদার, সেকান্দার রানা, ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, মোঃ রফিক, আবুল কালাম, সেলিম উদ্দিন, এমদাদ, মীর হোসেন, লতিফ সওদাগর, করিম সওদাগর, আনিসুল হক বাবলু, ইয়াকুব, ইব্রাহিম আল আজাদ, মুন্না তালুকদার, ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, “দেশে বর্তমান একদলীয় শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী নীতির অবসান ঘটিয়ে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।” তারা আরও বলেন, “জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনসমূহ মাঠে থেকে জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখবে।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com