সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

রামেকে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া একমাত্র রোগী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই রাজশাহীর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৩৬৬ জনের পরীক্ষা হয়েছে। এর মধ্য ১৪৩ জনের করোনায় শনাক্ত হয়েছে। শতাংশের হিসেবে যা ৩৯ দশমিক ৭।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ জুন) সকাল ৯টা থেকে শনিবার (১২ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চারজন মারা গেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে দুজন, আইসিইউতে একজন এবং ১ নম্বর ওয়ার্ডে একজনসহ মারা গেছেন। তাদের মধ্যে একজন ছিলেন করোনা আক্রান্ত। অপর তিনজনের করোনা উপসর্গ ছিল। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

উপপরিচালক আরও বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন রোগী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com