শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

রাবি পাঠক ফোরামের নতুন সভাপতি রাশেদুল, সম্পাদক আলীম

রাবি প্রতিনিধি::

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদপত্র পাঠক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন ফোকলোর বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো: রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আলীম।

২১ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- আব্দুল আলীম, সামিয়া রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক রিফাত- সুলতানা, সাংগঠনিক সম্পাদক- মো: রায়হান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক- সৌখিন মাহমুদ, কোষাধ্যক্ষ- মো: সাইফুৃল ইসলাম, প্রচার সম্পাদক- খাদিজা বিনতে আরিফুল, সহ-প্রচার সম্পাদক- মো: জিল্লুর রহমান, সাহিত্য ও সাধারণ জ্ঞান বিষয়ক সম্পাদক- মো: আবু হাসেম, সহ- সাহিত্য ও সাধারণ জ্ঞান বিষয়ক সম্পাদক- মো: আরিফুল ইসলাম, কারিগরি বিষয়ক সম্পাদক- রাজেশ বিশ্বাস, সহ- কারিগরি বিষয়ক সম্পাদক- মো: রবিউল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক- কামাল হোসেন, সহ-প্রকাশনা সম্পাদক- মোস্তাকিম, দপ্তর সম্পাদক- সঞ্জয় চন্দ্র বর্মণ, সহ-দপ্তর সম্পাদক- মো: সাজ্জাদুর রহমান, পাঠকক্ষ সম্পাদক- রুবিনা ইয়াসমীন রুবি, কার্যকরী সদস্য মো: ইয়াকুব শেখ, মৌসুমী।

এসময় পাঠক ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন, এছাড়া নির্বাচন কমিশনের সদস্য বিশ্ববিদ্যালয় আইবিএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ নাজিমুল হক, মো: নাঈম হোসেন উপস্থিত ছিলেন।

ইতোমধ্য নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, ফোরামের উপদেষ্টা মন্ডলী, ফোরামের প্রতিষ্ঠাতা জনাব আরিফ হাসনাত ও ফোরামের সাবেক সদস্যবৃন্দ।

উল্লেখ্য, রাবি সংবাদপত্র পাঠক ফোরাম একটি ক্যারিয়ার গঠনমুলক ছাত্র সংগঠন। যে সংগঠনটি ১৯৮৯ সালের ৪ ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়ে ৩ দশক পূর্ন করতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com