বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া শহরে প্রত্যাশা ক্লিনিকে অপারেশন থিয়েটারে অচেতন প্রসূতি মায়ের সঙ্গে নার্স প্রিয়ার টিকটক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় বইছে। এমনকি বিকৃত মানসিকতার ওই নার্সের শাস্তি দাবি করেছেন অনেকেই। বুধবার (২৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আলোচনায় আসে। প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে মধ্যে দাঁড়িয়ে অচেতন রোগীদের নিয়ে ‘টিকটক’ করে এবং সেটি আপলোড করে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বহির্ভূত।
ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন তাদের মধ্যে একজন মিনারুল ইসলাম সজল, তিনি লিখেছেন প্রথমত তাকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়: তাকে অন্যের শরীর (ইজ্জত) মা বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনে আওতায় আনতে হবে। তৃতীয়ত: তাকেসহ ওই নার্সিং হোমের মালিকের আইনগত বিচার করতে হবে।
আব্দুর রহমান নামে এক ব্যক্তি লিখেছেন, একটা নারীকে সিজার করছে। প্রসূতি মা আছে অজ্ঞান অবস্থায়, আর তার সিলাই পেট এভাবে ভিডিও করে ছাড়তেছে, ওই বেয়াদবের নামে মামলা করেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। এ বিষয়ে আমি আইনগত পদক্ষেপ নেবো।