বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

রাবি পদার্থবিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী ও প্রথম অ্যালাইমনাই রিইউনিয়ন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রথম বিজ্ঞান ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ^বিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মর্তুজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারা। এছাড়াও বিভাগের সাবেক শিক্ষক শিক্ষার্থীসহ- বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশনেন। #

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com