রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

রাবির ১০ সমাবর্তনে কোন অনুষদের কতজন?

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তন আগামী ২৯ সেপ্টেম্বর। মোট ৬ হাজার ৯ জন শিক্ষার্থী এই বড় আয়োজনে অংশ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা অনুষদ থেকে ১১৪১ জন শিক্ষার্থী, আইন অনুষদ থেকে ২২৫ জন, ব্যবসা শিক্ষা অনুষদ থেকে ৯৫১ জন, বিজ্ঞান অনুষদ থেকে মোট ৯১৬ জন শিক্ষার্থী, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১০৩৬ জন , জীব ও ভূবিদ্যা অনুষদ থেকে ৫৬১ জন,কৃষি অনুষদ থেকে ৭৭ জন, প্রোকৌশল অনুষদ থেকে ৩০১ জন, চারুকলা ৩০১ জন শিক্ষার্থী এবারের সমাবর্তনে অংশ নিবে । এছাড়াও ইন্সটিটিউট অব বাংলাদেশ স্ট্যাডিজ থেকে পাঁচ জন, পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউট থেকে আট জন শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট থেকে ৩ জন এবং আইইআর থেকে ৫৩৪ জন এবং আইক্যাক থেকে ১৪৫ জন অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com