বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

রাবির কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কারের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

রাবি প্রতিনিধি::

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের আসন সংখ্যা বৃদ্ধি ও সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে রা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করা হয়। সংগঠনটির রাবি শাখা সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতি ছিলেন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নত বিশ্বের দেশ গুলোর পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোরে গ্রন্থাগার যখন বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে পরিনত হচ্ছে সেখানে আমাদের গ্রন্থাগারে নানা বিধিনিষেধ দিয়ে অকার্যকর গ্রন্থাগারে পরিনত করা হয়েছে। শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করার সুযোগ কমে যাওয়ায় তারা মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাÐে লিপ্ত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে ১৪ ঘন্টার বেশী গ্রন্থাগার ব্যবহারের সুযোগ পায় আমাদের শিক্ষার্থীরা ১০ ঘন্টারও কম সুযোগ পাচ্ছে। রাবির ৩৮ হাজার শিক্ষার্থীর চাহিদা প‚রণের জন্য প্রশাসনকে যুগোপযোগী ও আধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠা করতে যাবতীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

এসময় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ, সংগঠনটির আইন অনুষদের সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাইম জান্নাত, কলা অনুষদ সহ-সভাপতি আব্দুল লতিফ, সহ-সম্পাদক সুমন আহমেদ, উপ-ধর্ম বিষয়ক তৌহিদুল ইসলাম দূর্জয়, উপ-পরিবেশ বিষায়ক সম্পাদক শরফুদ্দীন সুলতান, প্রচার সম্পাদক কামরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-সভাপতি রুহুল আমিন, হাবিবুল্লাহ নিক্সন প্রমুখ।

এসময় ছাত্রলীগের বিভিন্ন হল, বিভাগ, ইউনিট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা ৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারক লিপি দেন।

তাদের দাবি সমূহ হচ্ছে:
গ্রন্থাগার সপ্তাহে সাত দিনই খোলা রাখা, প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা (শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ১০ টা), ‘বুক সেলফ’ সিস্টেম চালু করে নিজস্ব বই নিয়ে প্রবেশের অনুমতি প্রদান, গ্রন্থাগারের আসন সংখ্যা বাড়ানো,প্রতিবছর নতুন সংযোজন করা, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত গ্রন্থাগার বাস্তবায়ন, দ্রুর গতির ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, আধুনিক, যুগোপযোগী, মানসম্মত ও ডিজিটাল গ্রন্থাগার গড়ে তোলা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com