বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

রাবিতে যৌন নিপীড়কদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি: ধর্ষক ও যৌন নিপীড়কদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১ টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করা হয়।
ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘ ইভটিজার ছাত্রী, মা, বোনকে টিজ করে আনন্দ পায়। আমরা এদেরকে শাস্তি প্রদান করতে পারছিনা। কিন্তু আমাদের মৌন সম্মতির মাধ্যমে তাদের কাজকে উস্কে দিচ্ছি। তাই আমাদেরকে ধর্ষনকে প্রতিহত করতে আগে ইভটিজিংকে প্রতিহত করতে হবে। যেখানেই ধর্ষণ, যৌন নীপিড়ন ঘটবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
দেলোয়ার সবুজ নামের এক শিক্ষার্থী বলেন, ‘একটার পর একটা ধর্ষনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর নাম আসছে। তবে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করানো হচ্ছে না। তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দেখতে চাই। শাস্তি নিশ্চিত করতে চাই।’
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ইমামুল বাকের এ্যাপোলো। ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইন্দ্রজিৎ কুমার, ভাষা বিভাগের শিক্ষার্থী সুমন মোড়ল প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com