বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

রাবিতে প্রেমবঞ্চিতদের র‌্যালী

রাবি প্রতিনিধি:: বিশ্ব ভালবাসা দিবসে ‘কেউ পাবে, কেউ পাবেনা তা হবে না তা হবে না’ স্লোগানে প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে প্রতিবারের ন্যায় এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদি র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ১৪ ফেব্রুয়ারী বুধবার সকালে বিশ্ববিদ্যালয়টির টুকিটাকি চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদি র‌্যালিতে অংশগ্রহণ করা আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, আমরা ভালবাসা দিবসে প্রেমের সুষম বণ্টন চাই। এই সময়ে কেউ প্রেম পেয়ে দিবসটিতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবে তা আমরা মানতে পারছি না।
এদিকে রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, আমরা প্রেম বঞ্চিত চত্বর নামে একটি চত্বর উদ্বোধন করেছি। যেখানে বর্তমান সময়ে যাদের গর্লফ্রেন্ড নাই তারাই সেখানে বসতে পারবেন। তাহলে সবাই বুঝতে পারবে এরা সবাই সিঙ্গেল।
অন্যদিকে যারা প্রেম পেয়ে যাবেন তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা থাকবে বলেও জানান কয়েকজন অংশগ্রহণকারী। এরই মধ্যে সংঘের ৬৯ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির নব মনোনীত সভাপতি নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন মানিক।
সংগঠনটির সহ-সভাপতি রাফি আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্যাম্পাসে পাচ বছর পড়াশুনা করলাম কিন্তু প্রেম হলো না। এই বেদনা নিয়ে ক্যাম্পাস ছাড়তে হচ্ছে। কিন্তু ছোট ভাইয়েরা যাতে আমার মতো সিঙ্গেল না থাকে তাই তাদের সমবেদনা জানিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি।
দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন এই মিছিলে।
তবে মিশু নামের এক শিক্ষার্থী বলেন, মূলত আনন্দের জন্যই আমদের এই আয়োজন ছিল। মজা করার জন্য মিছিলে এসেছিলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com