শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

রাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

রাবি প্রতিনিধি::

‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ শ্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপাচার্য। পরে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এম. আব্দুস সোবহান বলেন, প্রতিটি শিক্ষার্থীদের উচিত গ্রন্থাগারে এসে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। এতে উপাচার্য জাতীয় পতাকা এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পরে একটি র‌্যালি গ্রন্থাগার চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এসময় গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সুভাষ চন্দ্র শীল, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো. খালিদ আলমসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com