বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের কমিটি দেওয়া হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ মোন্নাফকে আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হালিম শেখকে যুগ্ন আহ্বায়ক করে ১০৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ১৮ মার্চ রোববার দুপুরে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক মাসুদ মোন্নাফ।
কমিটির অন্যান্যরা হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুবিন, দর্শন বিভাগের রুবেল হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের মোরশেদ আদনান, নৃবিজ্ঞান বিভাগের কাওসার আহমেদ, ইতিহাস বিভাগের আব্দুল লতিফ, সায়েম, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের আরেফিন, সুমিত, মাসুদ, আরবী বিভাগের অনন্ত, ইসলামিক স্টাডিজ বিভাগের তরিকুল, পপুলেশন সায়েন্স বিভাগের হৃদয়, উর্দু বিভাগের মাহফুজা মোহিনী, রেশমী প্রমুখ।