বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
আবু বকর অন্তু, রাবি প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক এম আব্দুল বারী, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ ।
এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধাজানিয়ে শিক্ষক সমিতি, আবাসিক হল ও বিভিন্ন বিভাগ, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোটার্স ইউনিটি, রাজনৈতিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী, পেশাজীবী বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এদিকে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।