শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

রাজশাহীতে কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

অনলাইন ডেস্ক:: রাজশাহী নগরীতে একটি কোচিং সেন্টারে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরীর কাঁদিরগঞ্জ এলাকার “ডক্টর ইংলিশ” নামের ওই প্রতিষ্ঠান ঘিরে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল।

কোচিং সেন্টারটির পরিচালক মুনতাসিরুল অনিন্দ্য, যিনি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, তিন বক্স এয়ারগান শিশা, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস ডিভাইস, একটি ম্যাগনেট, একটি বাইনোকুলার, দশটি সিমকার্ড, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল বিদেশি মদ।

এছাড়া বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় এলাকা ঘিরে রাখা হয়। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলো জব্দ করে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com