শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: রাজধানীর গুলিস্তানে অবস্থিত ব্যস্ততম ব্যবসাকেন্দ্র সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। এরপর একে একে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
দোকান মালিক ও স্থানীয়রা জানায়, আগুন লাগার পরপরই মার্কেটের ভিতরে থাকা ব্যবসায়ীরা নিরাপদে বের হয়ে আসেন। আগুন যাতে আশপাশের দোকানে ছড়িয়ে না পড়ে, এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে।
উল্লেখ্য, সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্তান এলাকার একটি গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে বিপুলসংখ্যক দোকান ও গুদাম রয়েছে।