মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

রাজধানীতে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জ

আহত এক শিক্ষককে সরিয়ে নিচ্ছেন সহকর্মীরা

ঢাবি প্রতিনিধি:: রাজধানীর শাহবাগ অভিমুখে শিক্ষকদের পদযাত্রা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। এসময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।

শনিবার (৮ নভেম্বর) বিকাল পৌনে চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকাল সাড়ে তিনটার দিকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দেন। তবে পুলিশ বাধায় পণ্ড হয়ে যায় তাদের পদযাত্রা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন।

পাথরঘাটা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদ আলম বলেন, আমরা ৩ দফা দাবিতে শাহবাগে ‘কলম বিসর্জন কর্মসূচি’ করতে যাচ্ছিলাম। পুলিশ বিনা উসকানি আমাদের ওপর ‘টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

তিনি বলেন, “আমরা আজ কলম বিসর্জন দিয়েছি। মাননীয় প্রধান এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের নিবেদন, আমাদের দাবিগুলো পূরণ করুন। আমরা বিদ্যালয়ে ফিরে গিয়ে কোমলমতি বাচ্চাদের পাঠদান করি।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোন ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, আন্দোলনরত শিক্ষকরা মাইকে শহীদ মিনারে ফিরে যাওয়ার ঘোষণা দেন, তবে কিছু শিক্ষক ‘ব্যারিকেডের প্রথম লেয়ার ভেঙে ফেলে এবং পরের লেয়ারে হাত দেওয়ার চেষ্টা করলে’ পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা কর’।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওনাদের নেতৃত্বে যারা ছিল তাদের সাথে কথা বলে আমরা বিষয়টা সমাধান করে ফেলেছিলাম। সেটেলড একটা ইস্যু কয়েকজন মিলে কেন এমন করলো সেটা নিয়ে আমরা তাদের সঙ্গে আবার কথা বলবো।”

এর আগে, শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কলম বিসজর্ন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো– সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান; শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com