শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ : ১৮ জনের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ : ১৮ জনের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন বিমান সংস্থার একটি ফ্লাইটের সাথে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী ফ্লাইটের ৬৪ জন আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০টার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা) দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কর্মীরা ১৮টি লাশ উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি।

ফ্লাইটটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহী ছিলেন। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর সিকোরস্কি ইউএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিনজন সেনাসদস্য ছিলেন।

এই ঘটনার পর ওয়াশিংটনের নিকটবর্তী বিমানবন্দর থেকে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ স্থগিত করেছে কর্তৃপক্ষ। কারণ জীবিতদের খোঁজে ওই অঞ্চলের বিভিন্ন সংস্থার হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর দিয়ে উড়ছে। এছাড়া বিমানবন্দরের ঠিক উত্তরে জর্জ ওয়াশিংটন পার্কওয়ের কাছে বিমানবন্দরের নিকটবর্তী একটি জায়গা থেকে ইনফ্ল্যাটেবল উদ্ধারকারী নৌ-যানগুলো পোটোম্যাক নদীতে নামানো হচ্ছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে কানসাসের উইচিটা থেকে ছেড়ে আসা একটি আঞ্চলিক বিমানটি বিমানবন্দরের রানওয়ের কাছে যাওয়ার সময় একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষে বিধ্বস্ত হয়।

মার্কিন এয়ারলাইন্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছে, তাদের একটি ফ্লাইট এ দুর্ঘটনায় শিকার হয়েছে বলে তারা জানতে পেরেছে। এ সংক্রান্ত আরো তথ্য পাওয়া গেলে তারা এ বিষয়ে বিস্তারিত জানাবে।

নিকটবর্তী কেনেডি সেন্টারের একটি পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, বিমানের সাথে সামঞ্জস্যপূর্ণ দুসেট লাইট একটি অগ্নিকুণ্ডের সৃষ্টি করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাছে অংশ নিয়েছেন।

সূত্র : বিবিসি এবং অন্যান্য

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com