মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

ঢামেক প্রতিবেদক:: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্ককাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে শহীদ ফারুক রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হচ্ছেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও মেয়ে রাফিয়া (৪)।

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ শতাংশ ও রাফিয়ার ৯০ শতাংশ দগ্ধ হয়। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিন বলেন, যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোডের একটি ৬ষ্ঠ তলা ভবনের নীচ তলার বাসায় রাত আনুমানিক একটার দিকে মশার কয়েল ধরানোর সময় সেখানে জমা থাকা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওই বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন রিপন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com