মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
যশোর প্রতিনিধিঃ করোনা রোগীদের চিকিৎসার জন্য যশোর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। উপজেলার রোগীদের জন্য ২৪ ঘণ্টা এই মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হবে। বিনামূল্যে দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধও।
শনিবার (৩ জুলাই) দুপুরে টেলিমেডিসিন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
এ সময় তিনি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদের হাতে প্রয়োজনীয় ওষুধ, দুটি স্মার্ট ফোন ও দুটি সিম তুলে দেন। ০১৭৮৫০৪১৫১৮ ও ০১৭৮৫০০৩৯৩৮ নম্বরে কল দিয়ে যোগাযোগ করলেই পাওয়া যাবে এই সেবা।
এদিকে শনিবার সকালে এক ভিডিও বার্তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল সদর উপজেলার মধ্যে কোনো বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম ও বিধবা মা করোনায় আক্রান্ত হলে তাদের চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি এ মহামারি প্রতিরোধে উপজেলাবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
উপজেলা পরিষদে টেলিমেডিসিন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. আদনান ইমতিয়াজ, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুউব হোসেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাযহারুল ইসলাম মাযহার, শহিদুজ্জামান শহিদ ও দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল প্রমুখ।