মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

যশোরে ডিবি পুলিশের হাতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক::

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মঙ্গলবার সকালে যশোর বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ সাত মামলার আসামী আব্দুল করিম মাস্টারসহ দু’জনকে গ্রেফতার করেছে।

এরা হচ্ছে- বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের মৃত ফরিদ মাস্টারের ছেলে আব্দুল করিম মাস্টার ও শার্শা উপজেলার রাজনগর গ্রামের গোলাম মোস্তফা ওরফে মোস্তর ছেলে হাসানুজ্জামান ওরফে হাসান।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মারুফ আহমেদের নেতৃত্বে এস আই শামিম হোসেন, এএসআই হোসেন আলীসহ একদল পুলিশ মঙ্গলবার খুব ভোরে গোপন সূত্রে খবর পান বেনাপোল কাস্টমস হাউজের সামনে দু’জন অস্ত্রগুলি ও মাদকদ্রব্য ইয়াবা নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৭ টায় সেখানে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল করিম মাষ্টার ও হাসানুজ্জামান ওরফে হাসান পালানোর চেষ্টা চালায়। ডিবি পুলিশ তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়। তাদের দু’জনকে গ্রেফতার করলে আব্দুল করিম মাষ্টারের দখল হতে একটি দেশী তৈয়ারী ওয়ান স্যুটারগান, ১ রাউন্ড গুলি, ৮০পিস ইয়াবা এবং হাসানুজ্জামান ওরফে হাসানের দখল হতে ২০পিস ইয়াবা উদ্ধার দেখায় ডিবি পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র ও মাদক আইনে দু’টি আলাদা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com