মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
যশোর প্রতিনিধি:: যশোর শহরে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত সোহাগ শহরের কাজীপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।
“সোহাগ অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। তার পেট ও বুকের সাত জায়গায় ছুরি মারা হয়েছে। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে ফেলা হয়েছে।”
সোহাগের ভাই সমরাজ জানান, রাত সাড়ে ১২টার দিকে কাজীপাড়া আমতলায় তাকে ছুরি মেরে ও গলা কেটে ফেলে রাখার খবর আসে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহাগ ঠিকাদারি করতেন বলে জানালেও তিনি কিসের ঠিকাদার ছিলেন তা বলতে পারেননি সমরাজ। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়েও তিনি কিছু বলতে পারেননি। পুলিশও কিছু বলতে পারেনি।
কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ জানান, তারা ঘটনা তদন্ত করার পাশাপাশি খুনি ধরতে অভিযান চালাচ্ছেন।