রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত: তিশা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা (ফাইল ফটো)

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (১৬ আগস্ট) রাত ২টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

তিশা লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি (উপদেষ্টা) অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিমানযোগে সরকারি সফরে কক্সবাজারে যান। সেখানে তিনি হোটেল ওশান প্যারাডাইজে ওঠেন। রোববার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অংশীজনদের নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় বুকে ব্যাথা অনুভব করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, রাত সোয়া ১০টার দিকে সংস্কৃতি উপদেষ্টাকে নিতে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজারে পৌঁছায়। রাত সাড়ে ১০টার পর তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান, সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার খবরে রবিবারের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com