শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি॥ বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার উপজেলা পর্যায়ে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে অনুষ্ঠিত র্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ্ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবেকা খাতুন। বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যানডাঃ আকরামুজ্জামান, সাংবাদিক গনেশপাল প্রমুখ।
র্যালি ও সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক, সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন।