শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শেখ মোঃ আব্দুল্লাহ।
সোমবার বিকালে মুন্সীগঞ্জ জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন পত্রটি জমা দেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খাঁন শামীম, দুলাল দাস, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম হায়দার আলী।
এর আগে সকালে শ্রীনগর উপজেলার বাইপাসের বাগান বাড়িতে শেখ মোঃ আব্দুল্লাহ উপস্থিত হয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।