মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বুধবার বেলা ১২ টার দিকে তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় ওই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা।
এতে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমিন আলীর শত শত কর্মী সমর্থকরা অংশ নিয়ে বিক্ষোভ করতে থাকে।
এর আগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে শ্রীনগরের চকবাজার এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে জরো হতে থাকে। পরে সেখান থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমিন আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীনগরের ছনবাড়ী এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেয়। সেখানে নেতাকর্মীরা অভিযোগ করেন ওই আসনটিতে দলের ত্যাগী নেতা মমিন আলীকে বঞ্চিত করা হয়েছে।
তারা বলেন, দলের কঠিন সময়ে মমিন আলী তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রেখে দলকে উজ্জীবিত রেখেছেন। সে সময়ে যাকে নেতাকর্মীরা পাশে পায়নি এমন একজনকে দল মনোনয়ন দিয়েছে। এ কারণে ওই সিদ্ধান্ত পুর্ণবিবেচনা করার দাবী জানান তারা। পরে শ্রীনগরের ডাকবাংলো এলাকায় বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু নেতাকর্মী নিয়ে মমিন আলীর সাথে জড়ো হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আ: কুদ্দুস ধীরন, সাবেক সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতিন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।