শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার ভোরে পরলোকগমন করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, রাজধানীর বরদেশ্বরী কালী মন্দিরে বেলা ১০ টায় সৎকার হচ্ছে। তিনি দীর্ঘ জটিল রোগে ভুগছিলেন।
২০১৭ সালের ২৮ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা সদরে তাঁর প্রতিষ্ঠিত ঝুমুর সিনেমা হলের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে যান। এর পর থেকে তিনি অসুস্থ হলে রাজনীতি থেকে সরে দাঁড়ান। মুন্সীগঞ্জের রাজনীতিতে নানা কারণেই আলোচিত নাম ছিল সুকুমার রজ্ঞন ঘোষ।
২০০৮ সালের ৯ম সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (কুলা প্রতীক) ও সাবেক উপ প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে (ধানের শীষ) পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
চলচ্চিত্র ব্যবসাসহ তার মালিকানা ঔষধ কোম্পানিও রয়েছে। দীর্ঘদিন তিনি শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন।