মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের ঈদ সামগ্রী বিতরণ

নড়াইল প্রতিনিধি:: নড়াইলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের ১০ হাজার মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় কালিয়া পৌরসভার ও কলাবাড়িয়া ইউনিয়নে এসব ঈদ শুভেচ্ছা বিতরণ করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা, কালিয়া উপজেলা চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ, সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম আহমেদ, চাঁচুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হিরক, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, মোঃ ফসিয়ার রহমান মোল্যা প্রমূখ।

সচিব খাজা মিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ব্যক্তি উদ্যোগে এবারের ঈদে ১০ হাজার মানুষকে চাল, ডাল, সেমাই, দুধ, চিনি, তেল প্রভৃত্তি ঈদ শুভেচ্ছা হিসেবে দেওয়ার ব্যবস্থা করেছি। আমি এলাকার মানুষের উপকার করতে পেরে নিজেকে ধন্য মনে করি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com