সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিরাপত্তাহীনতা এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) দুপুরে মেডিকেল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো: ১। বহিরাগতদের হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে প্রবেশ বন্ধ। ২। হাসপাতালসংলগ্ন ফুটপাতের দোকান উচ্ছেদ। ৩। আনসার সদস্যদের উপস্থিতি ও কার্যকারিতা বাড়ানো। ৪। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ।
বিক্ষোভকারীরা বলেন, রোগী চিকিৎসা নিতে এসে নিরাপত্তাহীনতায় ভুগবে, আর আমরা ক্লাস করতে এসে আতঙ্কে থাকব এটা হতে পারে না। আমরা চাই দ্রুত পদক্ষেপ, না হলে শাটডাউন চলবে।
উল্লেখ্য, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেইটের সামনে প্রকাশ্যে খুন হন ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। দিবালোকে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে স্থানীয় মানুষজন এবং হাসপাতাল-সংলগ্ন এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। একই সঙ্গে সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষজনও একাত্মতা প্রকাশ করেছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার নতুন করে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে তারা ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি কঠোরভাবে চালিয়ে যাবেন।