বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
লাইফস্টাইল ডেস্ক:: কেউ কেউ ঘুমের মধ্যে হাত-পা ছুঁড়ে থাকেন, আবার কেউ ঘুমের মধ্যে কথা বলেন এসব বৈশিষ্ট্য একটি জটিল রোগের জানান দেয়। এসব অভ্যাসের সঙ্গে খাদ্যনালীতে ব্যাকটেরিয়া আক্রমণের যোগ রয়েছে। চিৎকার করছেন কেউ ঘুমের মধ্যে হাত-পা ছুঁড়লে তারপারকিনসন্স রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। ছবি: প্রতীকী
পারকিনসন্স রোগ যে কারণে হয়
পারকিনসন্স এমন একটি রোগ যা মানুষের পেটের ভেতরে পরিপাক নালীতে এক ধরণের ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হতে পারে।
গবেষকেরা দেখেছেন, পরিপাক নালীতে তৈরি হওয়া ব্যাকটেরিয়া থেকে কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয়, যা মস্তিস্কের কিছু অংশকে অত্যন্ত উদ্দীপ্ত করে তুলতে পারে। সেকারণে মস্তিস্কের ঐ অংশের মারাত্নক ক্ষতি হতে পারে। এর ফলে মস্তিস্কের একটা অংশ ধীরে ধীরে ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। এবং এসব স্নায়ুকোষের মৃত্যু হয়। আর এই পরিস্থিতিতে শরীরে যে অবস্থা হয়, সেটাকে পারকিনসন্স বলেছেন গবেষকরা।
এই রোগ হয়ে শরীরে যা ঘটে
পারকিনসন্স রোগের আক্রান্ত রোগীর মস্তিস্কে এক ধরনের রাসায়নিক পদার্থের ঘাটতি দেখা দেয়।
ব্রেন এর মধ্যে ছোট একটা অংশ রয়েছে, যেটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘সাবস্ট্যানশিয়া নাইগ্রা’। এই অংশের স্নায়ু কোষ বা নিউরোন শুকিয়ে যাওয়ার কারণে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার নষ্ট হয়ে যায় অথবা এর ঘাটতি দেখা দেয়।
পারকিনসন্স- এর রোগীর মস্তিস্কে ব্যাজাল গ্যাংলিয়া নামের একটি অংশে ডোপামিনের অভাব দেখা দেয়।
চিকিৎসকরা বলেন, বাংলাদেশে পারকিনসন্স রোগ সম্পর্কে মানুষের ধারণা সেভাবে নেই। ফলে সচেতনতাও গড়ে ওঠেনি।অন্যদিকে বাংলাদেশে পারকিনসন্স রোগের পরিস্থিতি নিয়ে কোন গবেষণা কখনও হয়নি। কিন্তু স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বলছেন, পারকিনসন্স রোগীর সংখ্যা বেড়েই চলেছে।