শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

মাদ্রাসার নামে বরাদ্দকৃত জমি দখলের পাঁয়তারা, আদালতে মামলা চলমান

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি।। ‎লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা বটতলা এলাকায় মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের বিচারাধীন থাকা সত্ত্বেও কতিপয় প্রভাবশালী প্রতিবেশী ঐ জমি জোরপূর্বক দখল ও বর্তমান ভোগদখলকারী পরিবারকে উচ্ছেদের জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে মোঃ হাবিবুর রহমান নামের একজন ভুক্তভোগী লালমনিরহাট সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎‎​অভিযোগ ও স্থানীয় সূত্র মতে, উত্তর গোবধা বটতলা মৌজার আওতাভুক্ত ৭.৯ একর জমির মধ্যে ১৩ শতক জমি মাদ্রাসার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা যায়। তবে এই জমিটি বর্তমানে মোঃ হাবিবুর রহমান তার বাবা মোঃ মজিবর রহমানের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত দাবি করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন এবং সেখানেই তাদের ঘরবাড়ি রয়েছে।

‎‎​অভিযোগে হাবিবুর রহমান মোট ১১ জন প্রতিবেশী কুতুব আলী, মতিয়ার রহমান, ছালাম মেম্বার (ইউনুস আলী) সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, তারা সংঘবদ্ধ হয়ে এই জমি নিজেদের দাবি করছেন এবং প্রায় সময় গালিগালাজ করা সহ জমি বেদখল করার পাঁয়তারা করছেন।

‎​‎তিনি আরও জানান, জমি নিয়ে সৃষ্ট এই বিরোধ বর্তমানে বিজ্ঞ আদালতে অন্য আপীল ১০২/২০২২ ও ল্যান্ডসার্ভে ট্রাইঃ ৪৯৫/২০২১ নং মোকদ্দমা হিসেবে বিচারাধীন। তারপরেও গত ২২/১০/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় টিউবওয়েল স্থাপনকালে বিবাদীগণ এসে বাধা দেয় এবং জমি ভোগ করতে না দেওয়া, সুযোগমতো ঘরবাড়ি ভেঙে জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।

‎‎​তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, বিবাদীদের এমন হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই হুমকির ফলে যেকোনো সময় আইন-শৃঙ্খলার অবনতি ও শান্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। ভুক্তভোগী হাবিবুর রহমান তার পরিবার ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমি সুরক্ষার স্বার্থে দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

‎এলাকাবাসীর একাংশ জানায়, দীর্ঘদিন ধরে জমিটি মাদ্রাসার জন্য বরাদ্দকৃত হিসেবে পরিচিত। তবে এই জমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে চলমান মামলা ও পাল্টাপাল্টি দাবির ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎​এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “জমিটি মাদ্রাসার জন্য বরাদ্দকৃত বলে আমরা শুনেছি, কিন্তু তা নিয়ে একটি পরিবার নিজেদের মালিকানা দাবি করছে এবং আদালতে মামলাও চলছে। যেহেতু বিষয়টি বিচারাধীন, সেহেতু উভয় পক্ষকেই আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অভিযোগের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি করা হচ্ছে। কেউ যদি আদালতের নির্দেশ অমান্য করে বা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com