বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

মহানগর পুলিশ কমিশনার ও উপ-উপচার্যে সাথে রাবি প্রেসক্লাবের মতবিনিময়

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২৮ তম কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ক্লাবের সদস্যরা মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।
একান্ত আলাপচারীতাকালে তিনি মাদক সমস্যা, জঙ্গীবাদ, সন্ত্রাস, রাহাজানীসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলেন। এসময় তিনি সাংবাদিকদের সহোযোগিতার কথা উল্লেখ করে বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে সমাজের নানা ধরনের সমস্যা কে তুলে ধরেন। ফলে সেখান থেকে আমরা অনেক ধরনের তথ্য পেয়ে ব্যবস্থা গ্রহন করতে পারি।
এসময় তিনি আরও বলেন, ‘আমরা মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ। তবে এটা আমাদের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের এক্ষেত্রে আরও বেশি ভূমিকা পালন করতে হবে।
এসময় রাবি প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার, সহ-সভাপতি রিফাত নুর, ইমদাদুল হক সোহাগ, সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম জয়, কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম রাজন, আসিফ হাসান রাজু, শাহিন আলম রোহান, সদস্য আকরাম হোসাইন, সম্পা সরকার, আবু বকর অন্তু, নুরুন্নাহার নেহা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয় উপ-উপচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com