শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে আ’লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর নৌকাকে ডুবাতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তার রাজনৈতিক শক্তির কৌশলী ঈগল পাখিকে নিয়ে জেলা আ’লীগের সহ-সভাপতি স্বতন্ত্রপ্রার্থী আলহাজ্ব এম এ ওয়াহেদের ট্রাকে উঠেছেন।
তিনি ওয়াহেদকে সমর্থন দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাকের পক্ষে প্রচারণা চালিয়ে ভোট চাচ্ছেন। যার কারণে ভালুকার নির্বাচনি সমিকরণ উল্টে গেছে। নৌকার মাঝি ট্রাকের গতিরোধ করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেও গতিরোধ করতে পারেননি, যে কারণে এই আসনে নৌকা-ট্রাকের লড়াইয়ে নৌকার বিজয় নিয়ে অনেকটা অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
আলোচিত এই সংসদীয় আসনে আগামী ৭জানুয়ারির সংসদ নির্বাচনে যারা দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন, জাতীয় পার্টি থেকে মোঃ হাফিজ উদ্দিন (লাঙ্গল), তৃণমূল পার্টি থেকে মোঃ নাছির উদ্দিন (সোনালী আঁশ), সুপ্রীম পার্টি থেকে এবিএম জিয়া উদ্দিন বাশার (একতারা), পিপলস পার্টি থেকে মজিবুর রহমান (আম), স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেলা আ’লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ (ট্রাক) ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (ঈগল) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ভোটের মাঠের বর্তমান চিত্রে দেখা যায় ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, বাংলাদেশ আ’লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বেশিরভাগ নেতা-কর্মী ট্রাকের পক্ষে যোগ দিয়ে নৌকার মাঝি পরিবর্তন করতে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকসহ বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছে।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (ঈগল প্রতীক) জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি সতন্ত্র প্রার্থী হয়েছি। ভালুকায় আরেক সতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বীত হয়ে তাকে নির্বাচন থেকে সরানোর জন্য বিভিন্ন মামলা হামলা করছে নৌকার প্রার্থী কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। তার সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে উপজেলা আ’লীগের বেশির ভাগ নেতাকর্মী এম এ ওয়াহেদের পক্ষে কাজ করছে। আমিও তাকে সমর্থন দিয়ে আগামী ৭জানুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে এম এ ওয়াহেদকে জয়যুক্ত করতে আমি ভালুকাবাসীর কাছে আমি ভোট প্রার্থনা করছি।
তবে স্বতন্ত্রপ্রার্থী আলহাজ্ব এম এ ওয়াহেদ বলেন, আমরা নৌকার বিপক্ষে না শুধু নৌকার মাঝিকে বদলাতে চাই। জননেত্রি শেখ হাসিনার সিদ্ধান্তে আমি ভালুকার মাটি ও মানুষের কথা চিন্তা করে তাদের ভাগ্য উন্নয়নে নেয়া নয় দেয়ার মনমানসিকতা নিয়ে সতন্ত্রপ্রার্থী হয়েছি। আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য অনেক ধরণের ষড়যন্ত্র করেছেন প্রতিপক্ষরা কিন্তু সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে সত্যের জয় হয়েছে আশা করি আগামী ৭তারিখে ভালুকার জনগণ ট্রাক প্রতীকে ভোট দিয়ে এর উচিত জবাব দিবে।
ভালুকার নির্বাচন নিয়ে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু জানান, প্রতিপক্ষরাই ষড়যন্ত্র করছে প্রশাসনকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে, ভালুকার মাটি আ’লীগের ঘাঁটি ৭ জানুয়ারি নৌকা বিজয় হবে।