মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহ প্রতিবেদক:: ময়মনসিংহের হালুয়াঘাটে ঘরের মেঝেতে বাবার ও খাটের ওপর থেকে মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নালিতাবাড়ী খিশাকুড়ি বাঘবের গ্রামের উমেদ আলীর ছেলে রতন (৩০) ও তার শিশু কন্যা নুরিয়া খাতুন (৭)। রতন ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এসময় রতন মিয়ার স্ত্রী জুলেখা আক্তারকে (২৭) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, শ্বশুরবাড়ি ভুবনপুরা গ্রামে বেড়াতে গিয়েছিলেন রতন। শ্বশুরের ঘর থেকে তার ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রতনের স্ত্রীকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
তিনি আরো জানান, পুলিশের একাধিক দল ঘটনা অনুসন্ধানে কাজ করছে। লাশের পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।