শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়া উদ্দিন বলেছেন, মনের আত্নবিশ্বাস তখনি বাড়ে যখন আপনার পাশে একই বই থাকবে। তিনি বলেন, সকল বয়সে বই পড়া যায়। ঘরে বসে দুর্লভ অভিজ্ঞতা অর্জন করতে হলে বই পড়তে হবে। আপনার একটি বই ক্রয়ের মাধ্যমে প্রকাশনী ও পুস্তক বিক্রেতা সমাজে বেঁচে থাকার সুযোগ পাবে। বই হোক সবার আমৃত্যু সঙ্গি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত ৬ দিন ব্যাপি বই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা রানা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বই মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগীতার বিজয়ী, সেরা বিক্রেতা, সেরা পুস্তক ব্যবসায়ীদের হাতে সম্মাননা তুলে দেন।