শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ভূমিদস্যুদের কবলে নাটোরের ডাবলু পরিবার

ভূমিদস্যুদের কবলে নাটোরের ডাবলু পরিবার

শেখ মাহমুদুননবী তুষার, রাজশাহী থেকেঃ নাটোরের জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কলেজ শিক্ষকের লালিত বাহিনীর হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ও তার সহযোগীদের অব্যাহত হুমকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি।

শনিবার ২০ ডিসেম্বর  আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুন্নাহার ইলা বক্তব্যে জানান, নাটোর জেলার বড়াইগ্রাম থানার চকবড়াই গ্রামের বাসিন্দা তিনি ও তার স্বামী হাবিবুর রহমান ডাবলু। দীর্ঘদিন ধরে বনপাড়া সরকারি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ তাদের ক্রয়কৃত জমি (খতিয়ান নং- ৪০৭/৪৯২) নিয়ে নানা প্রতারণা ও জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন।

ইলা অভিযোগ করেন, আজাদ আলী তার ক্ষমতার দাপট দেখিয়ে সীমানা প্রাচীর দেওয়ার চেষ্টা করলে তারা আদালতে মামলা দায়ের করেন। মামলা চলাকালীন অবস্থাতেও বেআইনি ভাবে কাজ চালিয়ে যান ওই শিক্ষক।

নাটোরের জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কলেজ শিক্ষকের লালিত বাহিনীর হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার ১৩ ডিসেম্বর রাতে ভুক্তভোগী পরিবার বাধা দিতে গেলে আজাদ ও তার বাহিনীর ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় হাবিবুর রহমান ডাবলু, নুরুন্নাহার ইলা এবং তাদের সন্তান ইফতি গুরুতর আহত হন। বর্তমানে হাবিবুর রহমান ডাবলু হাত ভাঙা অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়: অভিযুক্তরা হলেন বনপাড়া মহিলা কলেজের প্রভাষক আজাদ আলী, নুরুজ্জামান, স্মরণ, আব্দুল আওয়াল পিন্টুসহ আরও অনেকে। ​হামলার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও সেখানে পুনরায় হামলার চেষ্টা চালানো হয়।

বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি ভুক্তভোগীদের। ​ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করেন, বর্তমানে তাদের মোবাইল ফোনে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com