বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদের বদলি জনিত বিদায় উপলক্ষ্যে ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ভালুকা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ সবুর, আতাউর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, সাহিত্য সম্পাদক কামরুল এহসান চন্দন, ক্রীড়া সম্পাদক মোবশ্যারুল ইসলাম সবুজ, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক, আজীবন সদস্য মোখলেসুর রহমান মনির, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, এস এম শাহজাহান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী ও সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার শেখ।
বক্তারা তাঁদের বক্তব্যে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সততা, দক্ষতা ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।