শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ভালুকা প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ভালুকা প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৪৬ বছর”-এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, শাজাহান সেলিম, মাইন উদ্দিন, কামরুজ্জামান মানিক, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪৬ বছর ধরে ভালুকা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের পাঠানো কেক সিনিয়র সদস্যদের উপস্থিতিতে কাটা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ভালুকা প্রেসক্লাবের পক্ষ থেকে
ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com