মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে মো. আসাদুজ্জামান সুমন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকালে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে ওই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। তবে সভাপতি পদে কামরুল হাসান পাঠান কামাল ও এম.এ মালেক খান উজ্জল সমান সংখ্যক ভোট পাওয়ায় ওই পদে আগামী মঙ্গলবার (১১ জানুয়ারি) পুর্ননির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সহ-সভাপতি পদে এম. এ. সামাদ মিয়া ও আতাউর রহমাস তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান খাঁন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল বাশার শেখ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আফরোজা আক্তার জবা, ক্রীড়া সম্পাদক কামরুল আরেফিন, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক, মোখলেছুর রহমান মনির ও শাহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।