মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল লেখক সমিতির সাধারণ সভায় সাব-রেজিস্ট্রার মোঃ আনোয়ারুল হাসানের উপস্থিতিতে রোববার (৩১ মার্চ) দুপুরে দলিল লেখক সমিতির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ০৩ বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়েছে।
নতুন কমিটিতে শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের শর্তে এই আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিক।