মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

ভালুকায় শ্রমিক নির্যাতন ও ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ওরিয়ন নীট টেক্সটাইলস লিঃ এর শ্রমিকদের ছুটির পাওনা টাকা, শ্রমিক নির্যাতন ও বিনা নোটিশে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) মিল গেইটের সামনে বিক্ষোভ করে ওই মিলের শ্রমিকরা। এ সময় ভালুকা মডেল থানা ও শিল্পপুলিশের সহযোগিতায় শ্রমিকরা শান্ত হয়।

ওই মিলের শ্রমিক জহিরুল ইসলাম, আশাদুল, আজগর আলী, আলামিনসহ অন্যান্য শ্রমিকরা জানান, বিনা নোটিশে ২৬ জনকে চাকুরীচ্যুত ও এডমিন ম্যানেজার ইদ্রিস আলী, জিএম শামসুল হক, পিএম সানোয়ারের নির্দেশে সুপারভাইজার লাভলী, লাইনম্যান শাকিলসহ আরো অনেকে শ্রমিকদের উপর কিলঘুষি ও মহিলা শ্রমিকদের লাঞ্চিত করে চাকুরীচ্যুত করা হয়েছে। এ বিষয়ে মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে গণমাধ্যমে বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়।

ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর এএসপি সাইদুর রহমান জানান, গতকাল থেকেই থেমে থেমে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত থেকে শিল্প পুলিশ করা প্রহরায় রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com