মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ওরিয়ন নীট টেক্সটাইলস লিঃ এর শ্রমিকদের ছুটির পাওনা টাকা, শ্রমিক নির্যাতন ও বিনা নোটিশে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) মিল গেইটের সামনে বিক্ষোভ করে ওই মিলের শ্রমিকরা। এ সময় ভালুকা মডেল থানা ও শিল্পপুলিশের সহযোগিতায় শ্রমিকরা শান্ত হয়।
ওই মিলের শ্রমিক জহিরুল ইসলাম, আশাদুল, আজগর আলী, আলামিনসহ অন্যান্য শ্রমিকরা জানান, বিনা নোটিশে ২৬ জনকে চাকুরীচ্যুত ও এডমিন ম্যানেজার ইদ্রিস আলী, জিএম শামসুল হক, পিএম সানোয়ারের নির্দেশে সুপারভাইজার লাভলী, লাইনম্যান শাকিলসহ আরো অনেকে শ্রমিকদের উপর কিলঘুষি ও মহিলা শ্রমিকদের লাঞ্চিত করে চাকুরীচ্যুত করা হয়েছে। এ বিষয়ে মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে গণমাধ্যমে বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়।
ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর এএসপি সাইদুর রহমান জানান, গতকাল থেকেই থেমে থেমে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত থেকে শিল্প পুলিশ করা প্রহরায় রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।